খেলাধুলা

সাতদিনে সব হারালাম : কার্ভাহাল

গত সপ্তাহের বুধবার পর্যন্ত চলতি মৌসুমের সম্ভাব্য সব শিরোপার দৌড়েই টিকে ছিলো স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। কিন্তু সাতদিনের ব্যবধানে, চলতি সপ্তাহের বুধবার আসতেই প্রায় সব শিরোপা খুইয়ে ফেলেছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অন্যতম সেরা ক্লাবটি।

Advertisement

গত বুধবার রাতে কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনার কাছে ০-৩ গোলে হারিয়ে খুইয়েছে কোপা দেল রে শিরোপা, শনিবার রাতে একই প্রতিপক্ষের কাছে ০-১ গোলের পরাজয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে লা লিগার শিরোপা দৌড় থেকে। আর সবশেষ মঙ্গলবার রাতে আয়াক্সের কাছে ১-৪ গোলে হেরে ছিটকে গিয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড থেকেই।

বললে হয়তো অনেকেই বিশ্বাস করতে চাইবেন না, এ তিনটি ম্যাচই ছিলো রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। সাতদিনের ব্যবধানে নিজেদের মাঠেই মৌসুমের সব শিরোপা প্রায় হারিয়েই ফেলেছে তারা। গত তিন মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জয়ীদের এ অবস্থা দেখে যারপরনাই বিস্মিত গোটা ফুটবল বিশ্ব।

কোপা দেল রে এবং চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়লেও অঙ্কের হিসেবে এখনো টিকে রয়েছে রিয়ালের লিগ জেতার সম্ভাবনা। তবু কোনো আশা করতে পারছেন না রিয়ালের স্প্যানিশ ডিফেন্ডার দানি কার্ভাহাল। তার মতে হয়তো এটাই রিয়াল যুগের সমাপ্তি।

Advertisement

মঙ্গলবার রাতে ম্যাচ শেষে নিজের ক্যারিয়ারের সবচেয়ে ‘বাজে রাত’ হিসেবে আখ্যা দেন কার্ভাহাল। কান্নাভেজা চোখে তিনি বলেন, ‘এর আগে কখনো এমন অনুভূতি হয়নি আমার। আমি জানিনা এটাকে কীভাবে বর্ণনা করবো। এর কোনো ব্যাখ্যা হয় না। মাত্র এক সপ্তাহের ব্যবধানে আমরা সব হারিয়ে ফেলেছি। তবে এটাই কী আমাদের যুগের সমাপ্তি?’

শেষের প্রশ্নটি করে উত্তরটাও নিজেই দেন কার্ভাহাল। প্রচণ্ড মনোকষ্টের মাঝেও জানিয়ে দেন উঠে দাঁড়ানোর প্রত্যাশা। তিনি বলেন, ‘আমি মনে করি না এতে সব শেষ হয়ে গেল। তবে এটা সত্যি যে চলতি মৌসুমে আমাদের আর কিছুই বাকি নেই। তবে আমাদের পেশাদারী মনোভাব দেখাতে হবে, উঠে দাঁড়াতে হবে। আমরা মুখ লুকিয়ে থাকতে পারি না। আমরা জানি এ মৌসুমটা আমাদের খুব বাজে মৌসুম এবং এটাই সত্যি।’

এসএএস/জেআইএম

Advertisement