আন্তর্জাতিক

সৌদিতে আইন অমান্যকারীদের গণ-জরিমানা

সৌদিতে বসবাসের আইন অমান্য করার অভিযোগে স্থানীয় নাগরিক ও অভিবাসীদের গণ-জরিমানা করেছেন দেশটির আদালত। খবর আরব নিউজের।আরব নিউজ জানায়, শনিবার পর্যন্ত সর্বমোট ৩৫ হাজার ১০ জন স্থানীয় নাগরিক ও অভিবাসীদের জরিমানা করা হয়েছে। এ জরিমানার আওতায় জেল ও অর্থদণ্ড দুই-ই রয়েছে।তাছাড়া কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া যারা দেশটিতে হাজীদের পরিবহন করবে, তাদেরকেও জেল-জরিমানার দণ্ড- ভোগ করতে হবে।সৌদি আরবের পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল সুলাইমান আল-ইয়াহিয়া জানান, অবৈধ শ্রমিকদের আনা-নেওয়া, তাদের আশ্রয় দেয়া ও চাকরি দেয়ার অভিযোগে সৌদি আরবের নাগরিক ও প্রবাসীদের শাস্তিস্বরূপ এ দণ্ড দেয়া হয়েছে। ইতোমধ্যে  ৫ কোটি ৬২ লাখ ৪০ হাজার রিয়াল জরিমানা প্রদান করেছেন অভিযুক্তরা। জরিমানার ৩২ কোটি ৯৪ লাখ ২০ হাজার রিয়াল অর্থ এখনও অপরিশোধিত রয়েছে বলেও জানান তিনি।এসকেডি/এমএস

Advertisement