খেলাধুলা

জার্মান দলে জায়গা নেই বিশ্বকাপজয়ী তিন ফুটবলারের

তিনজনই ছিলেন ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী দলে। শুধু ছিলেন বললে ভুল হবে, দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখই ছিলেন তারা। কিন্তু সেসব এখন অতীত। ২০১৪ সালের সুখস্মৃতি ম্লান করে ২০১৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে জার্মানরা।

Advertisement

যে কারণে সেই ২০১৪ সালের তারকা ফুটবলার ম্যাট হামেলস, টমাস মুলার এবং জেরোমি বোয়াটেংদের আর দলে রাখার প্রয়োজন বোধ করছেন না জার্মান কোচ জোয়াকিম লো। সার্বিয়ার বিপক্ষে আগামী ২০ মার্চের প্রস্তুতি ম্যাচ দিয়ে ‘নতুন শুরু’ করতে চান লো। যেখানে তিনি এগুতে চান তরুণ তারকাদের নিয়ে।

তাই মঙ্গলবার বায়ার্ন মিউনিখের তিন তারকা হামেলস, মুলার ও বোয়াটেংকে ধন্যবাদ জানানোর মাধ্যমে তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটাই যেন দেখিয়ে দিয়েছেন জার্মান কোচ। লো বলেন, ‘এই বছরটা আমাদের জন্য নতুন শুরুর বছর।’

তিনি আরও বলেন, ‘এটা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল যাতে করে আমি এসব খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে বলতে পারি এবং বায়ার্ন কর্তৃপক্ষকে আমার চিন্তা এবং পরিকল্পনা সম্পর্কে বোঝাতে পারি। হামেলস, মুলার, বোয়াটেংদের ধন্যবাদ। তারা জার্মানিকে অসাধারণ সব সাফল্য এনে দিয়েছে।’

Advertisement

এদিকে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রেইনহার্ড গ্রিন্ডেলও সাধুবাদ জানিয়েছেন লো’এর সিদ্ধান্তের প্রতি। তিনি বলেন, ‘আমি লো’এর সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাচ্ছি। নতুন শুরুর ব্যাপারে সে যেমন চাচ্ছে তাই হোক। ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ শুরুর আগে এটাই সঠিক সময় সবকিছু গুছিয়ে নেয়ার জন্য।’

৩০ বছর বয়সী দুই ডিফেন্ডার বোয়াটেং ও হামেলস এবং ২৯ বছর বয়সী ফরোয়ার্ড মুলার মিলে ২৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এদের মধ্যে মুলার সর্বোচ্চ ১০০ ম্যাচ খেলে জাতীয় দলের হয়ে করেছেন ৩৮টি গোল, যার ১০টি আবার বিশ্বকাপে।

এসএএস/জেআইএম

Advertisement