জাতীয়

আবাসিকে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল, ৬ প্রতিষ্ঠানের জরিমানা ১১ লাখ

রাজধানীর পুরান ঢাকায় আবাসিক ভবনে দাহ্য কেমিক্যাল রাখার দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

মঙ্গলবার র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে পুরান ঢাকার আরমানিটোলায় এ অভিযান চালানো হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, আরমানিটোলা এলাকায় আবাসিক ভবনে দাহ্য রাসায়নিক পদার্থ সংরক্ষণের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভিযানে প্রায় তিনশ টন রাসায়নিক সাত দিনের মধ্যে সরিয়ে নেয়া হবে- মর্মে অঙ্গীকারনামা দিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

এছাড়া মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্য মজুত ও বিক্রির অভিযোগ প্রমাণসাপেক্ষে নূর ট্রেড হাউজকে দুই লাখ টাকা, নোমান পারফিউয়ারিকে দুই লাখ, ডিভাইন ট্রেড লিংককে চার লাখ, কিং সেল ট্রেডিংকে দেড় লাখ, এনবি কেমিক্যালকে এক লাখ ও জহুরা ট্রেডিং কর্পোরেশনকে ৫০ হাজার টাকাসহ মোট ১১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

আবাসিক ভবনে কেমিক্যাল সংরক্ষণ ও বিপণনের বিরুদ্ধে র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সারওয়ার আলম।

জেইউ/বিএ