চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এক বিদ্যালয়ে মৌমাছিরা ৪০টি বাসা বেঁধে। সেখানে মৌমাছির ভৌঁ ভৌঁ শব্দে নিয়মিত ক্লাস হচ্ছে। তবে আজ পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থীসহ কাউকেও কামড় দেয়নি মৌমাছিগুলো।
Advertisement
দীর্ঘদিন যাবৎ উপজেলার ৯নং জাহিরবাদ ইউনিয়নের সানকি ভাঙ্গা ৭১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের চারপাশে বাসা বেঁধে আছে এসব মৌমাছি। ছাদের নীচে ও বিদ্যালয়ের বারান্দায় এগুলো মৌচাক হঠাৎ করে যে কেউ দেখলে মনে হতে পারে সেখানে যেন মৌচাকের চাষ করা হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপি আক্তার জাগো নিউজকে জানান, মৌমাছিগুলো আমাদের ছাত্র-ছাত্রীদের তেমন কোনো সমস্যা করে না। এ বাসাগুলো বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি করেছে। বিদ্যালয়ে মৌচাকের এসব বাসা দেখতে শত-শত মানুষ আসে। অনেকে ছবি তুলে এবং ভিডিও করে নিয়ে যাচ্ছেন। মৌচাকের বাসা বাঁধাকে কেন্দ্র করে রীতিমতো ওই এলাকায় বসেছে দোকানপাটও।
ইকরাম চৌধুরী/এমএএস/জেআইএম
Advertisement