রাজশাহীতে আন্তর্জাতিক নদী বন্দর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগ্রহী বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গত ৩ মার্চ রাজশাহী সেনানিবাসে আলাপচারিতার সময় প্রধানমন্ত্রী এ আগ্রহ প্রকাশ করেন বলে মঙ্গলবার রাজশাহীর স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন মেয়র।
Advertisement
জানা গেছে, গত ৩ মার্চ রাজশাহী সেনানিবাসে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও মেয়রপত্নী মহানগর আওয়ামী লীগের সিনিয়র-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।
অনুষ্ঠান শেষে অতিথিদের সঙ্গে মধ্যহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। মধ্যহ্নভোজের আগ মহুূর্তে সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মেয়র খায়রুজ্জামান ও শাহীন আকতার রেনী।
এ সময় প্রধানমন্ত্রী মেয়র খায়রুজ্জামান লিটনের কাছে জানতে চান, তোমার এখানে ড্রেজার আসেনি? উত্তরে মেয়র বলেন, হ্যাঁ আপা এসেছে। তখন প্রধানমন্ত্রী বলেন, আমিই ড্রেজার পাঠিয়েছি। ড্রেজিং কাজ শুরু হোক। আগামীতে পদ্মা নদীতে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে ক্যাপিটাল ড্রেজিং করার পরিকল্পনা রয়েছে। তাহলে রাজশাহীতে আন্তর্জাতিক মানের নদী বন্দর করা সম্ভবহবে।
Advertisement
এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী সিটি কর্পোরেশরনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আমার দীর্ঘদিনের পরিকল্পনা রাজশাহীতে আন্তর্জাতিক নদীবন্দর গড়ে তোলা। রাজশাহীর পাশেই যেহেতু ভারত, তাই এখানে নদী বন্দর হলে ভারতে পণ্য আমদানি-রফতানি সহজ হবে। রাজশাহীতে শিল্পায়ন গড়ে তোলাও সহজ হবে। এ সময় রাজশাহীর উন্নয়নে অন্যান্য সহযোগিতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।
ফেরদৌস/এমএএস/জেআইএম