জাতীয় সংসদ লাইব্রেরির বঙ্গবন্ধু কর্নার নতুন করে সাজানো হয়েছে। সংসদ সদস্যদের (এমপি) টানতে ১৮৬টি ক্যাটাগরির ৩৭০টি বই কিনেছে সংসদ। বইগুলোর দাম প্রায় দেড় লাখ টাকা। এ ছাড়া বসার জন্য রাখা হয়েছে সুদৃশ্য সোফা সেট।
Advertisement
সংসদ সচিবালয় সূত্র জানায়, বঙ্গবন্ধু কর্নার ছাড়াও লাইব্রেরিতে করা হয়েছে মুক্তিযুদ্ধ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) নামে দু’টি কর্নার। লাইব্রেরির প্রবেশমুখের কর্নারগুলোতে রাখা হয়েছে সংশ্লিষ্ট বই। তিন কোটি টাকা ব্যয়ে লাইব্রেরি সংস্কারের সময় এসব কর্নার তৈরি করা হয়।
সূত্র জানায়, সংসদের লাইব্রেরিতে প্রায় ৪০ হাজার বই রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বই ছাড়াও তাকে নিয়ে লেখা প্রবন্ধ, নিবন্ধ, অনুবাদ, গল্প, উপন্যাস কবিতার বই বঙ্গবন্ধু কর্নারে রাখা হচ্ছে। একইভাবে সাজানো হচ্ছে মুক্তিযুদ্ধ কর্নারও।
এ বিষয়ে সংসদ লাইব্রেরি-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া জাগো নিউজকে বলেন, ‘বঙ্গবন্ধু সম্পর্কে নতুন এমপিদের জানানোর জন্য ৩৭০টি নতুন বই কেনা হয়েছে। বিভিন্ন লেখকের এসব বই পড়ে এমপিরা যাতে সংসদে বক্তব্য দিতে পারেন, সেজন্য তাদের উৎসাহ দেয়া হচ্ছে।’
Advertisement
সূত্র জানায়, আমব্রেলা প্রকল্পের আওতায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে জাতীয় সংসদের লাইব্রেরি সংস্কার সম্প্রতি শেষ হয়েছে। গত বছরের ডিসেম্বরে কাজ শুরু হয়। তারও আগে কী কী সংস্কার হবে, সে ব্যাপারে স্থাপত্য অধিদফতরের সহকারী প্রধান স্থপতি বেগম সাইকা বিনতে আলম একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদন নিয়ে কাজ শুরু হয়।
এইচএস/এমএসএইচ/এমআরএম/এমএস