আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচন সামনে রেখে দীর্ঘদিন পর হলে প্রবেশ করেছে ছাত্রদল।
Advertisement
মঙ্গলবার বিকেলে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে প্রচারণার মাধ্যমে হলভিত্তিক প্রচারণা শুরু করে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। নির্বাচন সামনে রেখে এর আগে ক্যাম্পাসে আনাগোনা থাকলেও হলে প্রবেশ আজই প্রথম। ছাত্রদলের প্রচারণায় রয়েছেন ভিপি প্রার্থী মো. মোস্তাফিজুর রহমানসহ প্যানেলের অন্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা।
ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতাকারী খন্দকার আনিসুর রহমান অনিক বলেন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে প্রচারণার মধ্য দিয়ে আমরা হল প্রচারণা শুরু করেছি। এখন জিয়া হলে প্রচারণা চালাচ্ছি।
এর আগে আজ (মঙ্গলবার) দুপুর থেকে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে প্রচারণা চালায় ছাত্রদল। কলা ভবন, মধুর ক্যান্টিন, কেন্দ্রীয় গ্রন্থাগার, সামাজিক বিজ্ঞান ভবন, বিজনেস ফ্যাকাল্টি, মল চত্বর এরিয়ায় এ প্রচারণা চলে।
Advertisement
১১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে ছাত্রদলসহ ১০টি প্যানেল রয়েছে। বিভিন্ন সংগঠনের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৭৩৮ জন। কেন্দ্রীয় সংসদে ২৫টি পদে ২২৯ প্রার্থী আর হল সংসদে ১৮টি হলে ৫০৯ জন প্রার্থী রয়েছেন।
এমএইচ/জেডএ/জেআইএম