ব্যবসায়ীক পার্টনারের প্রতারণায় কাতারে সর্বস্ব হারিয়েছেন নোয়াখালীর দুই যুবক। এ ঘটনায় ন্যায় বিচারের দাবি জানিয়েছেন সর্বস্ব হারানো আবদুল হালিম ও ইকবাল হোসেন। মঙ্গলবার দুপুরে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন।
Advertisement
সংবাদ সম্মলনে লিখিত বক্তব্যে আব্দুল হালিম অভিযোগ করেন, কাতারে প্রবাস জীবনে আর্থিক স্বচ্ছলতার কথা চিন্তা করে দুই বন্ধু মিলে গ্রুপ টেন নামে একটি কন্ট্রাক্ট কোম্পানি চালু করেন। উক্ত কোম্পানির অধীনে প্রায় তিনশ শ্রমিক বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে আসছে। কিন্তু হঠাৎ করে কোম্পানির পার্টনার মোবারক হোসেন প্রতারণা করার কারণে ওই দেশের আইনে মামলা হয়। যাতে বাংলাদেশি টাকায় ৬ কোটি টাকা জরিমানা করা হয়। মামলার ভয়ে সব কিছু ফেলে রেখে তারা দুইজনেই দেশে পালিয়ে আসেন।
এ ব্যাপার প্রতারক মোবারক হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন সর্বস্ব হারানো দুই যুবক।
মিজানুর রহমান/আরএআর/পিআর
Advertisement