দেশজুড়ে

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসের চালককে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বটতলা গ্রামের আব্দুল গফুরের ছেলে বাবলু মিয়া (২৭), তার স্ত্রী শিল্পী বেগম (২৩) ও তাদের একমাত্র শিশু সন্তান আব্দুল্লাহ (দশ মাস)। আহতরা হলেন,  নিহতের বড় ভাই সাইদুর রহমান (৩৫), বাদশা আলী (৩০) ও রিপন মিয়া (১৮)। তাদের বাড়িও রাজিবপুরের বটতলা এলাকায়।জানা গেছে, নিহত বাবুলের মেজভাই বাদশা আলী সৌদ আরব থেকে শুক্রবার রাতে বাংলাদেশে আসে। বাবলু মিয়া একটি মাইক্রোবাসসহ তার পরিবারের অন্যান্যদের নিয়ে বাদশা আলীকে নিতে ঢাকা বিমানবন্দরে যায়। ওইদিন রাতেই বিমানবন্দর থেকে সৌদি ফেরত বাদশাকে নিয়ে বাড়ি ফেরার পথে ভোর সাড়ে ৫টার দিকে বকশীগঞ্জের বাট্টাজোড় নতুন বাজার এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়।এ সময় ঘটনাস্থলেই বাবলু মিয়া (২৭), তার স্ত্রী শিল্পী বেগম (২৩) ও তাদের একমাত্র শিশু সন্তান আব্দুল্লাহ (দশ মাস) নিহত হয়। এ সময় বাবুলের বড় ভাই সাইদুর রহমান, মেজ ভাই বাদশা আলী ও নিকট আত্মীয় ভাই রিপন আহত হয়।  স্থানীয় এলাকাবাসী তাৎক্ষণিকভাবে গাড়ির চালক আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশে সোপর্দ করে। বকশীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জাগো নিউজকে জানান, মাইক্রোবাসের চালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। শুভ্র মেহেদী/এসএস/এমএস

Advertisement