দেশজুড়ে

পুকুর খনন করতে গিয়ে মিলল মর্টার শেল

লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুর খনন করতে গিয়ে একটি মর্টার শেল পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রাম থেকে মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ জানায়, উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের মফিদুল ইসলাম মুক্তার বাড়ির পাশে বাঁশঝাড়ে স্থানীয় লোকজন পুকুর খনন করার সময় মর্টার শেল দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।মর্টার শেলটি ৯ ইঞ্চি লম্বা। এটি থানা হেফাজতে সংরক্ষণ করে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে- মর্টার শেলটি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময়কার।

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

রবিউল হাসান/আরএআর/এমকেএইচ

Advertisement