খেলাধুলা

সেঞ্চুরির পুরস্কার পেলেন তামিম-সৌম্যরা

হ্যামিল্টনের সেডন পার্কে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ দল হেরেছে ইনিংস ও ৫২ রানের ব্যবধানে। তবে ব্যক্তিগত সাফল্যে উজ্জ্বল ছিলেন তামিম ইকবাল, সৌম্য সরকার এবং মাহমুদউল্লাহ রিয়াদ। তিনজনই পেয়েছেন নিজ নিজ সেঞ্চুরির দেখা।

Advertisement

তাই তো দলীয়ভাবে না হলেও অন্তত ব্যক্তিগতভাবে পুরস্কার পেয়েছেন তিনজনই। তা হলো আইসিসির টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে তিনজনই দিয়েছেন বড়সড় লাফ। তামিম পৌঁছে গিয়েছেন ব্যাটিং র‍্যাংকিংয়ের দেশ সেরা অবস্থানে।

ম্যাচের প্রথম ইনিংসে ১২৬ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও ৭৪ রান করেছিলেন তামিম। ম্যাচে মোট ২০০ রান করে তামিম লাফ দিয়েছেন ১১ ধাপ, ৬২৫ রেটিং পয়েন্ট নিয়ে পৌঁছে গিয়েছেন র‍্যাংকিংয়ের ২৫তম স্থানে।

যা কি-না বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ র‍্যাংকিং। ৬১০ রেটিং নিয়ে এতদিন ধরে ২৮ নম্বরে থাকা সাকিব আল হাসান ছিলেন শীর্ষে। ইনজুরির কারণে চলতি সিরিজের অন্তত প্রথম দুই ম্যাচ না খেলায় পিছিয়েই পড়লেন তিনি।

Advertisement

অন্যদিকে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ার সর্বোচ্চ ১৪৯ রানের ইনিংস খেলেন সৌম্য। যা তাকে এক লাফে এগিয়ে দিয়েছে ২৫ ধাপ। ৪৪৯ রেটিং পয়েন্ট নিয়ে তার বর্তমান অবস্থান ৬৭। তবে এটি সৌম্য সরকারের সাময়িক রেটিং। ৪০ টেস্ট খেলার পর কোনো ক্রিকেটার পূর্ণ রেটিংয়ের জন্য যোগ্যতা সম্পন্ন হন।

বড়সড় লাফ দিয়েছেন ক্যারিয়ার সর্বোচ্চ ১৪৬ রানের ইনিংস খেলা মাহমুদউল্লাহ রিয়াদও। ১২ ধাপ এগিয়ে ৪০ নম্বরে উঠে আসা টাইগার অধিনায়কের বর্তমান রেটিং পয়েন্ট ৫৬২। এটি তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ পয়েন্ট।

এছাড়া বাংলাদেশের অন্যান্য ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহিম রয়েছেন ৩২ নম্বরে, মুমিনুল হক ৩৫ নম্বরে বোলারদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে মাহমুদউল্লাহ উঠেছেন ৬৩ নম্বরে।

Advertisement

এসএএস/এমকেএইচ