রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে ইয়াবা, হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
Advertisement
চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (৪ মার্চ) বিকেলে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় এই অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানা পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন তেজগাঁও বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওয়াহেদুল ইসলাম। তিনি জাগো নিউজকে বলেন, অভিযানে সাতজনকে আটক করা হয়েছে। আটককৃতরা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। এদের মধ্যে দুজন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
অভিযানে জেনেভা ক্যাম্প থেকে ১৫০ পিস ইয়াবা, ২৯০ পুরিয়া হেরোইন ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
Advertisement
জেইউ/বিএ