পাঁজরের ইনজুরি নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিলেন মুশফিকুর রহীম। তার ওপর দ্বিতীয় ওয়ানডেতে পেয়েছেন আঙুলে চোট। তবুও তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। কিন্তু মনের জোর দিয়ে আর পারেননি প্রথম টেস্টে খেলতে। ইনজুরির কারণে মাঠের বাইরেই থাকতে হয়েছে মুশফিককে।
Advertisement
প্রথম টেস্টের আগেই জানা গিয়েছিল, দ্বিতীয় টেস্ট নয়, তৃতীয় টেস্টে খেলতে পারবেন তিনি। তবে আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আশার বাণী শোনালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকালই তিনি ফিরেছেন নিউজিল্যান্ড থেকে। আজ সন্ধ্যায় এসেছেন প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগের ফাইনাল দেখতে। ফাইনালের পরই কথা বলেছেন তিনি মিডিয়ার সঙ্গে।
সেখানেই মুশফিকের বিষয়ে আপডেট দিতে গিয়ে বিসিবি বিগবস জানিয়েছেন, আজ সকালেও তার সঙ্গে কথা হয়েছে মুশফিকের। আজও মুশফিক জিমে গেছেন এবং প্র্যাকটিসও করেছেন।
তো তাহলে কি মুশফিক দ্বিতীয় টেস্ট খেলবেন? জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, ‘আগে থেকেই ঠিক করা ছিল ও সুস্থবোধ করলে তৃতীয় টেস্ট খেলবে। কিন্তু আজকে ওর কথা শুনে মনে হলো, ও অনেকটাই সুস্থ। আমি তাকে বলেছি, কোনো তাড়াহুড়া নেই। সামনে বিশ্বকাপ, তুমি যদি সুস্থ বোধ করো, তাহলে দ্বিতীয় টেস্ট খেলো। না হয় তৃতীয় টেস্ট।’
Advertisement
অর্থাৎ, বিসিবি সভাপতি জানিয়ে দিয়েছেন, মুশফিকের দ্বিতীয় টেস্টেও খেলার সম্ভাবনা রয়েছে। তিনি যদি সুস্থবোধ করেন, তাহলেই দ্বিতীয় টেস্ট খেলবেন এবং যেভাবে প্র্যাকটিস এবং জিম করছেন মুশফিক, তাতে মনে হচ্ছে তার দ্বিতীয় টেস্ট খেলার সম্ভাবনা রয়েছে।
এআরবি/আইএইচএস/বিএ