নাশকতার অভিযোগে দায়ের করা পৃথক চার মামলায় বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপুকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের কেন স্থায়ী জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
Advertisement
সোমবার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আসাদুজ্জামান রিপনের এবং বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন অপর হাইকোর্ট বেঞ্চ মীর শরাফত আলী সপুর জামিন আবেদন মঞ্জুর করেন।
তাদের পক্ষে আদালতে জামিন আবেদনের শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সালমা সুলতানা, গোলাম আক্তার জাকির ও রোকনুজ্জামান সুজা।
এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল জাগো নিউজকে বলেন, আসাদুজ্জামান রিপন ও মীর শরাফত আলী সপুর বিরুদ্ধে বিভিন্ন সময় নাশকতার অভিযোগে এসব মামলা করা হয়। চার মামলায় জামিন পাওয়ায় রিপনের কারামুক্তিতে আর কোনো বাধা নেই। তবে সপুর বিরুদ্ধে আরও কিছু মামলা রয়েছে বলেও জানান তিনি।
Advertisement
এফএইচ/এমএসএইচ/এমএআর/পিআর