দেশজুড়ে

আশুগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের ওপর হামলা ও হাতকড়া ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার রাতে আশুগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস বাদি হয়ে এ মামলা দায়ের করেন।আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর মামলার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।বৃহস্পতিবার দিবাগত রাতে মোটরসাইকেল চোর চক্রের অন্যতম সদস্য রুবেলকে গ্রেফতারে ঢাকার মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান ও আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিসসহ ফোর্স নিয়ে আশুগঞ্জ উপজেলায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে রুবেলের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে রুবেল ‘ডাকাত’ বলে চিৎকার শুরু করলে পুলিশ সদস্যদের ওপর এলাকাবাসী অতর্কিতভাবে হামলা চালায়। এ ঘটনায় এসআই মুজিবুর রহমান ও ইদ্রিসসহ অন্তত ৫ জন আহত হন এবং রুবেল পুলিশের কাছ থেকে দুটি হাতকড়া নিয়ে পালিয়ে যায়।আজিজুল আলম সঞ্চয়/আরএস

Advertisement