বিনোদন

মালয়েশিয়ায় নিরবের সিনেমায় দুই কোটি টাকা ব্যবসা

মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে বাংলাদেশের জনপ্রিয় নায়ক নিরবের সিনেমা ‘বাংলাশিয়া ২.০’। ছবিটি ব্যাপক সাড়া ফেলেছে দেশটির ও চাইনিজ দর্শকদের কাছে। ২৮ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ছবিটি চারদিনেই দুই কোটি টাকার ব্যবসা করেছে।

Advertisement

ছবির প্রচারণায় বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন নিরব। তিনি জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নিরব বলেন, ‘মালয়েশিয়ার ১১৬টি হলে ছবিটি মুক্তি পেয়েছে। প্রথম দিনেই ৪৫ লাখ (বাংলাদেশি টাকায়) আয় করেছে। ৩ মার্চ পর্যন্ত চারদিনে ছবিটি ২ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে।’

‘বাংলাশিয়া ২.০’ মালয়েশিয়ান বক্স অফিসে ঝড় তুলেছে। ইতোমধ্যে নায়ক নিরব বনে গেছেন মালয়েশিয়ান ও চাইনিজ দর্শকের প্রিয়মুখ। এখন পর্যন্ত সবগুলো শো খুব ভালো যাচ্ছে বলেও জানান নিরব।

Advertisement

তিনি বলেন, ‘বেশ কিছু হলে গিয়ে সিনেমাটি দেখেছি দর্শকের সঙ্গে। যেখানেই যাচ্ছি ছবি শেষে দর্শকরা ছুটে আসছেন ছবিতে আমার চরিত্রের নাম ‘হেরিস হেরিস’ বলে। সবাই সেলফি তুলছেন, সিনেমার প্রশংসা করছেন। বিদেশের মাটিতে এটা অন্যরকম এক ভালো লাগা।’

‘বাংলাশিয়া ২.০’ ছবিটি নির্মিত হয়েছে ২ মিলিয়ন রিঙ্গিতে। বাংলাদেশি টাকায় যা প্রায় ৪ কোটি টাকা। এর পরিচালক নেমউউ। জাগো নিউজকে তিনি বলেন, ‘ছবিটি খুব ভালো চলছে। শিগগিরই নির্মাণ ব্যয় অতিক্রম করে আয় ঘরে তুলবে ‘বাংলাশিয়া ২.০।’

প্রসঙ্গত, ‘বাংলাশিয়া’ নামে মালয়েশিয়ার একটি সিনেমায় পাঁচ বছর আগে অভিনয় করেছিলেন বাংলাদেশের চিত্রনায়ক নিরব হোসেন। এ সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করেছেন সিঙ্গাপুরের তারকা আতিকা সুহাইমি।

ছবিটির শুটিং টানা ৪২ দিন করে শেষ হয়। এরপর ছবিটির ট্রেলারও প্রকাশিত হয়। জাপানের একটি চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হয়।

Advertisement

এরপর ছবিটির ওপর মালয়েশিয়ার সরকার প্রদর্শনী নিষিদ্ধ করে। শুধু মালয়েশিয়ায় নয়, বিশ্বের কোথাও ছবিটি প্রদর্শন করা যাবে না এ রকম একটা আইন হয়।

ছবির ৩১টি দৃশ্য মালয়েশিয়ার সরকারের বিপক্ষে যাওয়ায় সরকার ছবিটির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে। বেশ কিছু কাটছাঁটের পর ১২ ফেব্রুয়ারি ছবিটির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। নতুন করে সিনেমার নাম দেয়া হয় ‘বাংলাশিয়া ২.০।’

এলএ/এমআরএম/পিআর