প্রবাস

রিয়াদে হিউম্যান রিসোর্স এক্সিবিশনে ‘বাংলাদেশি স্টল’

সৌদি আরবের রাজধানী রিয়াদে আন্তর্জাতিক কনভেনশন ও এক্সিবিশনে চলছে রিকুটমেন্ট হিউম্যান রিসোর্স অ্যান্ড লেবার সুপারটিভ সার্ভিস ফোরামের মেলা। চার দিনব্যাপী এ মেলায় বিশ্বের বিভিন্ন দেশের স্টলের পাশাপাশি বাংলাদেশি স্টল তাদের পণ্য সাজিয়েছে।

Advertisement

মেলা উদ্বোধন করেন রিয়াদের ডেপুটি গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন আবদুল রহমান বিন আবদুল আজিজ।

উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে সৌদি সফরে আগত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান মিনিস্টার ড. নজরুল ইসলাম, শ্রম কাউন্সিলর মো. মেহেদি হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।

চার দিনের মেলায় এবার মোট ৫০টি কোম্পানি তাদের স্টল সাজিয়ে বসেছেন। যার মধ্যে রয়েছে বাংলাদেশের স্টল ‘বাংলাদেশ হিউম্যান ক্যাপিটল’। উদ্বোধন করেন বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ।

Advertisement

বাংলাদেশি স্টলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. আবু নাইম, মো. নাজমুল হোসাইন। অন্যদিকে বিদেশের মাটিতে ৫০ স্টলের মধ্যে বাংলাদেশের হয়ে স্টলটির প্রতিনিধিত্ব করেন বাংলাদেশি অতিথিরা। অন্যদিকে বাংলাদেশের এ স্টলে সৌদি নাগরিকসহ অন্যান্য দেশের দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

এমআরএম/এমএস