খেলাধুলা

ঢাকায় ফিরে দল গঠনের ব্যাখ্যা দিলেন জেমি ডে

জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে ছুটি কাটাতে ইংল্যান্ড থাকা অবস্থায়ই কম্বোডিয়ার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ও বাহরাইনের এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাফুফে।

Advertisement

ছুটি কাটিয়ে শনিবার ঢাকায় ফিরেছেন এই ইংলিশ কোচ। রবিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচ দেখতে গিয়ে গণমাধ্যমকর্মীদের ব্যাখ্যা দিয়েছেন ঘোষিত দুটি দলের প্রাথমিক তালিকা নিয়ে।

দল কিভাবে ঘোষণা হলো? এমন প্রশ্নের জবাবে জেমি ডে বলেছেন, ‘আমি লিগের খেলা দেখেছি। আমি খেলোয়াড়দের চিনি। লন্ডন থাকা অবস্থায়ও যোগাযোগ ছিল। যে কারণে খেলোয়াড় বাছাই তেমন কঠিন ছিল না।’

খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে তাদের অতীত আন্তর্জাতিক ম্যাচের পারফরম্যান্স এবং লিগের খেলাকে প্রাধান্য দিয়েছেন উল্লেখ করে জেমি ডে বলেন, ‘আমি মনে করি, এটা তারুণ্য নির্ভর একটা দল। এটা প্রয়োজন ছিল। কম্বোডিয়া সফরের বেশ কিছু খেলোয়াড় থাকবে বাহরাইনগামী দলে।’

Advertisement

আবাহনীর মিডফিল্ডার মামুনুল ইসলামকে দলে নেয়া প্রসঙ্গে জাতীয় দলের প্রধান কোচ বলেছেন, ‘আমি মনে করি, এখনো তার খেলা চালিয়ে যাওয়ার সামর্থ্য আছে। সে অভিজ্ঞ। এক সময় জাতীয় দলে খেলেছে। তার জানা আছে কী করতে হবে। মামুনুল তরুণদের সঙ্গে অনুশীলন ক্যাম্পেও ছিলেন। সে এখনো ১৮ জনে ডাক পাওয়ার। বাকি কয়েক দিনে আমি খেলোয়াড়দের আরো পরখ করবো।’

দল নির্বাচনে কোনো চাপ ছিল না উল্লেখ করে জেমি ডে বলেছেন, ‘জাতীয় দলের খেলোয়াড় নির্বাচনে আমার উপর কোনো চাপ ছিল না। ফেডারেশনের সভাপতি আমাকে শতভাগ স্বাধীনতা দিয়েছেন। চাকরির শুরু থেকেই কখনোই আমি দল নির্বাচনে চাপের সম্মুখীন হইনি।’

অনূর্ধ্ব-২৩ দলটি কোচ চূড়ান্ত করবেন কাতারের বিশেষ অনুশীলন ক্যাম্প শেষে, ‘আমি কম্বোডিয়া থেকে ফিরবো ১০ মার্চ। পরের দিন ২৮ ফুটবলার নিয়ে চলে যাবো কাতার। সেখানে ১০ দিনের ক্যাম্প করে অনূর্ধ্ব-২৩ দল চূড়ান্ত করবো।’

কম্বোডিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ প্রসঙ্গে জেমি ডে বলেছেন, ‘এ ম্যাচটি আমাদের র‌্যাংকিং উন্নতিতে সহায়তা করবে। আর এ দলে যে তরুণরা থাকবেন তাদের জন্য বাহরাইনের খেলার ভালো প্রস্তুতিও হবে। কম্বোডিয়া যাওয়ার আগে দুই দিন ক্যাম্প হচ্ছে। আশা করি, এ দুই দিনে তারা সমন্বয়টা করে নিতে পারবেন।’

Advertisement

আরআই/এসএএস/জেআইএম