জাতীয়

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ছয় ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রির অপরাধে রাজধানীর মালিবাগে ছয় ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

Advertisement

প্রতিষ্ঠানগুলো হলো- লাজ ফার্মা, বিসমিল্লাহ ড্রাগ হাউজ, আইডিয়াল ট্রেডার্স, তালুকদার ফার্মেসি, স্টার ফার্মা ও মালিবাগ ফার্মেসি।

রোববার রাজধানীর মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। সার্বিক সহায়তায় ছিলেন এপিবিএন-১১ এর সদস্যরা।

Advertisement

আব্দুল জব্বার মণ্ডল বলেন, আজ (রোববার) মালিবাগ এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় সব ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করতে দেখা যায়। এসব প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৪৫ ও ৫১ ধারায় মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

লাজ ফার্মাকে ১০ হাজার টাকা, বিসমিল্লাহ ড্রাগ হাউজকে পাঁচ হাজার, আইডিয়াল ট্রেডার্সকে ১৫ হাজার, তালুকদার ফার্মেসিকে ১০ হাজার, স্টার ফার্মাকে ১৫ হাজার এবং মালিবাগ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসআই/এমএআর/পিআর

Advertisement