প্রায় ৮ মাস পর আবারো সরগরম হয়ে উঠেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি কার্যালয়। শুক্রবার ২৮ আগস্ট সকাল থেকে সন্ধ্যা অবধি কার্যালয় ছিল নেতাকর্মীদের পদচারণায় মুখরিত।এদিন সারাদিনই কার্যালয়ে অবস্থান করেছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল যিনি ৮ মাস কারাগারে বন্দি ছিলেন। ওই সময়ের মধ্যে গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিনে বিএনপি চেয়ারপারসনের জন্মদিনের কেক কাটা হয়। এছাড়া এর আগে নগর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর শওকত হাশেম শকুরের উদ্যোগে কার্যালয়ের তালা ভাঙলেও কার্যালয়টি ছিল কার্যত বন্ধ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি পান নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল। গত ২১ জানুয়ারি শহরের এম সার্কাস এলাকা থেকে হরতাল চলাকালে গ্রেফতার হন এটিএম কামাল। পরে তার বিরুদ্ধে ৮টি মামলা হয়। শুক্রবার বিএনপি কার্যালয়ে অবস্থানকালে বিএনপির বিভিন্নস্তরের নেতাকর্মীরা এটিএম কামালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তিনি বলেন, এখন থেকে নিয়মিত বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে আলোচনা করা হবে। বিএনপি অহিংস রাজনীতিতে বিশ্বাসী। আমরা চাই এ শহরে সকল শ্রেণি পেশার মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করুক। নারায়ণগঞ্জ বিএনপিতে কোনো গ্রুপ বা বলয় থাকবে না। বিএনপির সকল নেতাকর্মীদের নিয়ে একটি শক্তিশালী বিএনপি হিসেবে নারায়ণগঞ্জকে গঠন করতে চাই। তাই সকল নেতাকর্মীদের সদিচ্ছা ও সহযোগীতা প্রয়োজন। আমরা কাউকে মাইনাস প্লাসের রাজনীতি করতে চাইনা। নেত্রীর নির্দেশই চূড়ান্ত।শাহাদাত/ এমএএস
Advertisement