রাজনীতি

আফরোজা আব্বাসকে বিদেশে না যেতে দেয়ার অভিযোগ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে বিদেশ যেতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে।

Advertisement

তিনি শনিবার মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়া যেতে চেয়েছিলেন। বিমানবন্দরে তাকে আড়াই ঘণ্টা বসিয়ে রাখা হয়। পরে তাকে ফেরত পাঠানো হয়।

আফরোজা আব্বাস জাগো নিউজকে বলেন, ‘কোনো কারণ ছাড়াই ইমিগ্রেশন কর্মকর্তারা আমাকে বিদেশ যেতে দেননি। তারা আমাকে সকাল থেকে দুপুর পর্যন্ত বিমানবন্দরে অপেক্ষা করিয়ে তারপর যেতে দেননি।’

‘আমি জিজ্ঞেস করছি, কী কারণে যেতে দিচ্ছেন না, তাদের উত্তর ম্যাডাম আপনার ব্যাপারে ক্লিয়ারেন্স নেই। পরে বিমান ফ্লাই করার পর বেলা ২টার দিকে আমি বাসায় চলে আসি।’

Advertisement

কেএইচ/জেডএ