খেলাধুলা

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত হকি খেলোয়াড় মহসিন আর নেই

জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড়, কোচ ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত মো. মহসিন আর নেই (ইন্নালিল্লাহে...রাজেউন)। শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।

Advertisement

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মো. মহসিন ১৯৪৮ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকার মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ ও ৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান হকি একাদশের হয়ে খেলেছেন। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু পেয়েছিলেন। স্বাধীন বাংলাদেশ প্রথম হকি দলের সদস্য হিসেবে তিনি ভারত সফর করেছিলেন।

১৯৭৮ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে হকি টেস্ট ম্যাচে অংশগ্রহণ করেছিলেন মো. মহসিন। তিনি ১৯৮৫ সালে দ্বিতীয় এশিয়া কাপে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করেন।

Advertisement

মো. মহসিন ১৯৭২ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত আবাহনীতে নিয়মিত খেলেছেন। ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি ২০০৯ সলে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন।

এ কৃতি হকি খেলোয়াড়ের মৃত্যুতে বাংলাদেশ হকি ফেডারেশন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

আরআই/এমএমআর/এমকেএইচ

Advertisement