নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে `এসএম সুলতান প্রাণ- আপ উৎসব` শীর্ষক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে প্রাণ-আপের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া।এ প্রতিযোগিতায় প্রায় এক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে।তিনটি গ্রুপে ৭৫ জন প্রতিযোগিকে বিকেলে সমাপণী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে।উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর জেলা সভাপতি অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সদস্য সচিব বিমানেশ চন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন শনিবার অনুষ্ঠিত হবে নারী-পুরুষের অংশগ্রহণে এসএম সুলতান প্রাণ-আপ নৌকাবাইচ প্রতিযোগিতা। উল্লেখ্য, বিশ্ববরেণ্য এই শিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন।হাফিজুল নিলু/এমজেড/ এমএএম
Advertisement