রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলে নতুন সাড়ে পাঁচশ কোচ ও একশ ইঞ্জিন আনার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এগুলো আসলে ঘরে ঘরে ট্রেন দিতেও কোনো অসুবিধা হবে না।
Advertisement
শুক্রবার বিকেলে আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজ পরিদর্শন শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসগার রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, রেল যোগাযোগ ব্যবস্থার প্রতি জনগণের আস্থা তৈরি হয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশের সব রেলপথ ব্রডগেজ করা হবে। সে অনুযায়ী কাজ চলছে। এ জন্যই পূর্বাঞ্চলে ডুয়েলগেজের কাজ শুরু হয়েছে। ফলে এখানে মিটারগেজ এবং ডুয়েলগেজ উভয়ভাবেই ট্রেন চলাচল করতে পারবে।
তিনি বলেন, জনগণের চাহিদার প্রেক্ষিতেই আখাউড়া-আগরতলা রেলপথ নির্মিত হচ্ছে। ভারতও এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে। বাংলাদেশের জন্য ভারতও রক্ত দিয়েছে।
Advertisement
এ সময় মন্ত্রীর সঙ্গে পূর্বাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা ও আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজিজুল সঞ্চয়/আরএআর/এমকেএইচ