টি-টোয়েন্টি সিরিজে ভারতকে তাদেরই ঘরের মাঠে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। তাতে করে দলগত র্যাংকিংয়েও বেশ উন্নতি হয়েছে তাদের।
Advertisement
সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে অস্ট্রেলিয়া ছিল পাঁচে। ভারতকে হারানোর পর তারা উঠে এসেছে তিন নাম্বারে। অজিদের রেটিং পয়েন্ট এখন ১২০।
অস্ট্রেলিয়ার এই উত্থানে ক্ষতিটা আসলে হয়েছে দক্ষিণ আফ্রিকার। তিন নাম্বারে থাকা দক্ষিণ আফ্রিকা চলে গেছে চারে, তাদের রেটিং পয়েন্ট ১১৮। সমান রেটিং পয়েন্ট থাকলেও ভগ্নাংশ ব্যবধানে পিছিয়ে থাকায় ইংল্যান্ড পাঁচ নাম্বারে।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে যথারীতি পাকিস্তান। সরফরাজ আহমেদের দলের রেটিং পয়েন্ট ১৩৫। দুই নাম্বারে থাকা ভারত বেশ পিছিয়ে, বিরাট কোহলির দলের রেটিং পয়েন্ট ১২২।
Advertisement
বাংলাদেশের অবস্থান আগের মতোই দশে। টাইগারদের রেটিং পয়েন্ট ৭৭। তাদের ঠিক উপরেই নয়ে আছে শ্রীলঙ্কা (৮৬ পয়েন্ট)। আর আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করা আফগানিস্তান ৯৩ পয়েন্ট নিয়ে আছে আট নাম্বারে।
এমএমআর/এমকেএইচ