পিরোজপুর সদর উপজেলায় একই পরিবারের শ্বশুর ও পুত্রবধু দুর্বৃত্তদের হাতে খুন হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে।এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মৃত্যুঞ্জয় মন্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে এবং স্থানীয় আরও ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছে।খুন হওয়া ব্যক্তিরা হলেন, সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের রাজেন্দ্রনাথ হালদার (৬০) ও তার পুত্রবধু মেরী হালদার (৩৮)। স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় বটতলা বাজার থেকে কেনাকাটা করে সন্ধ্যার দিকে বাড়িতে ফেরেন মেরী।রাত ৮টার দিকে তাদের এক আত্মীয় ওই বাড়িতে গিয়ে রাজেন্দ্রনাথ ও মেরীকে মৃত অবস্থায় দেখতে পায়।মেরীকে কুপিয়ে এবং রাজেন্দ্রনাথকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।হত্যাকাণ্ডের সময় আর কেউ বাড়িতে ছিল না। মেরীর স্বামী সুশীল হালদার ঢাকায় চাকরি করেন। এরপর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ পুলিশ এখনো উদঘাটন করতে পারেনি।পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. এনায়েত হোসেন জানান, তারা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বের করার চেষ্টা করছেন।হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে এবং একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।মৃতদের লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় একটি মামলা প্রকৃয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।উল্লেখ্য, গত চারদিনের ব্যবধানে পিরোজপুরের দুইটি উপজেলায় পাঁচজন খুন হয়েছেন।জেলার মঠবাড়িয়া উপজেলার নাপিতখালী গ্রামে সোমবার বিকেলে ছেলের হাতে বাবা খুন হয়েছেন এবং তার মা গুরতর জখম হয়েছেন। বাবাকে হত্যার পর পুত্র নিজেও আত্মহত্যা করেছে।একইদিন রাতে পিরোজপুর সদর উপজেলার পূর্ব কদমতলা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক ভাইকে কুপিয়ে হত্যা এবং অপর ভাইকে কুপিয়ে মারাত্মভাবে জখম করেছে প্রতিপক্ষ।হাসান মামুন/এমএএস
Advertisement