রাঙ্গামাটির রাজস্থলীর একটি সুরম্য পাকা বাড়ি থেকে বৃহস্পতিবার আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সহযোগী সদস্য অং ইউ ইয়াই রাখাইনকে (২৫) জেলহাজতে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে তাকে রাঙ্গামাটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ১৯৪৬ সালের অনুপ্রবেশ আইনে দায়ের করা মামলায় তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আলী আক্কাস এ আদেশ দেন। এর আগে ওই ঘটনায় বৃহস্পতিবার বাড়ির মালিক ডা. রেমেংসু ও আটক অং ইউ ইয়াই রাখাইনকে আসামি করে রাজস্থলী থানায় একটি মামলা করে পুলিশ। অং ইউ ইয়াই রাখাইনকে রাজস্থলীর তাইতংপাড়া কলেজ গেইট এলাকার একটি সুরম্য বাড়ি থেকে দুইটি ঘোড়া, তিনটি মোটরসাইকেল, তিনটি ল্যাপটপ, দুইটি ডিজিটাল ক্যামেরা, একটি হ্যান্ডিক্যাম, আরাকান আর্মির তিন সেট পোশাক এবং ৩০ গজ পোশাকসহ আটক করে যৌথবাহিনী। সুশীল প্রসাদ চাকমা/এআরএ/পিআর
Advertisement