পুড়লো গাড়ি পুড়লো বাড়িঢাকার চকবাজারেকত মায়ের সন্তান পুড়লোসেই ভয়াবহ অনলে
Advertisement
কত জনে দগ্ধ হলো হারালো হাত পাকেউ আবার করছেস্বপ্ন ভাঙার কান্না
সিঁড়ি বেয়ে পারেনি নামতে গর্ভবতী নারীটিভালোবাসার প্রমাণ দিলসেই নারীর স্বামীটি
মহিলা তখন মুচকি হেসে বলে,ওগো যাও না তুমি চলেস্বামী বলে কেমন করে যায়বল তোমায় ফেলে
Advertisement
ছোট ছোট শিশুগুলোগেল মা বাবার সঙ্গেজানতো না তারা আসবে না আরআপন সুখের ঘরে
শখ করে ছেলে বলেবাবা খাব আমি বিরানি বিরানি হাতে বাবা আছেকিন্তু ছেলের দেখা মিলেনি
এক ভাইয়ের সন্ধ্যান নিতেছুটে এলো আরেক ভাইলাশ পেয়ে জানায় পরিবারে আমার ভাই আর বেঁচে নাই
হিংস্র অনল দহনিতেপারল নাকো পোড়াতেমহাগ্রন্থ আল কোরআনএটাইতো হকের বিধান
Advertisement
উল্লেখ্য, পুরান ঢাকার বাতাসে ফের ছড়িয়ে পড়ে পোড়া লাশের গন্ধ। সম্প্রতি শোকের শহরে পরিণত হয় ঢাকা। ২০১০ সালের নিমতলী ট্র্যাজেডির পর এ রাতে ফের ঘটে গেল আরেক ট্র্যাজেডি। রাজধানীর চকবাজার এলাকার কয়েকটি ভবনে লাগা আগুনের লেলিহান শিখায় পুড়ে অঙ্গার হয়েছে ৭৮টি তাজা প্রাণ।
অতিথি লেখক- মুহাম্মদ মোবারক আলী আবির
এমআরএম/এমএস