খেলাধুলা

বসুন্ধরার সপ্তম জয় ব্রাদার্সের সপ্তম হার

শেষ বাঁশির পর সৈয়দ নাইমুদ্দিন ডাগআউটে কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অসকার ব্রুজন এগিয়ে আসলে ভারতীয় এ বর্ষীয়ান কোচ অতি কষ্টে হাত বাড়িয়ে দিলেন।

Advertisement

কোচিং ক্যারিয়ারে এমন হতাশার দিন হয়তো কমই এসেছে উপমহাদেশের অভিজ্ঞ এ কোচের। একটি নয়, দুটি নয়, সাতটি হার বাংলাদেশ প্রিমিয়ার লিগে। গোপীবাগের ডাগআউটে দাঁড়ানো এ কোচকে হতাশা ঘিরে ধরবে, সেটাই স্বাভাবিক।

দিনের প্রথম ম্যাচে আবাহনীর কাছে ৩-০ গোলে হেরেছে মোহামেডান। সেটা কোনো প্রকার প্রতিরোধ ছাড়াই। কিন্তু বসুন্ধরা কিংসের কাছে ২-০ গোলে হারা ব্রাদার্সের মাঠে চেহারা অমন ছন্নছাড়া ছিল না। খেলায় গতি ছিল, লড়াই করার প্রচেষ্টা ছিল। কিন্তু তারা পেরে বিগ বাজেটের দলটির সঙ্গে। সপ্তম হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই পড়ে থাকলো কমলা জার্সিধারীরা।

৩৪ মিনিটে কিরগিজস্তানের বখতিয়ারের গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। শেষ বাঁশির মিনিটখানেক আগে ব্যবধান দ্বিগুণ করেন দলটির বিশ্বকাপ খেলা কোস্টারিকান ফরোয়ার্ড কলিন্দ্রেস।

Advertisement

বিকেলে মোহামেডানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল আবাহনী। তবে ৬ বারের চ্যাম্পিয়নদের দুই ঘন্টার মধ্যে শীর্ষস্থানচ্যুত করে প্রিমিয়ার নবাগত দলটি। সপ্তম জয়ে আবাহনীর চেয়ে এক ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে স্বাধীনতা কাপ চ্যাম্পিয়নরা।

আরআই/এমএমআর/এমকেএইচ