দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে এবার ১৪ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এ মাড়াই মৌসুম শুরু হবে আগামী ডিসেম্বরে। শুক্রবার দুপুরে আখ চাষিদের এক সমাবেশে এসব কথা বলেন জয়পুরহাট চিনিকল কতৃপক্ষ।আগামী মৌসুমে আখের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ডিজিটাল ওজন পদ্ধতি নিশ্চিতকরণ, আখের ন্যায্যমূল্য মাড়াই মৌসুমেই পরিশোধ ও নির্ধারিত সময়ে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতার দাবিতে জয়পুরহাট চিনিকল মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।উত্তারাঞ্চলের বৃহত্তম জয়পুরহাট চিনিকল জোনে ১৪ হাজার মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে সমাবেশে জানানো হলে উন্মুক্ত আলোচনায় আখ চাষিরা ওই দাবিগুলো উত্থাপন করেন।সমাবেশে চিনিকল ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম জানান, চলতি মৌসুমে এই চিনিকল জোনে সাত হাজার ৫১২ একর জমিতে ৭০ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ১০ হাজার ৬২ জন চাষি আখ চাষ করে যাচ্ছেন যার মাড়াই কার্য়ক্রম শুরু হবে আগামী ডিসেম্বর মাসে। আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হলে আগামী মাড়াই মৌসুমে পাঁচ হাজার ২৫০ মেট্রিক টন চিনি উৎপাদন হবে বলেও চিনিকল কর্তৃপক্ষ আশা করেন।জয়পুরহাট চিনিকল ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে আখ চাষিদের সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন, জয়পুরহাট আখ চাষি কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু রায়হান প্রমুখ।এআরএ/পিআর
Advertisement