গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
Advertisement
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানায়।
মানববন্ধনে বক্তরা বলেন, গাজীপুরের গরীব অ্যান্ড গরীব সোয়েটার লিমিটেডের নিটিং সেকশনের তিন মাসের, লিংকিং সেকশনের ১৫০ জনের দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছি। পাশাপাশি বহিরাগত মাস্তানদের দিয়ে হয়রানি বন্ধ করতে হবে।
বক্তারা আরও বলেন, গরীব অ্যান্ড গরীব সোয়েটার লিমিটেডের মোট সাড়ে তিনশ শ্রমিকের তিন মাসের বেতন বাকি থাকায় শ্রমিকরা কারখানার জিএম-এর কাছে যায়। কিন্তু জিএম তাদের নায্য পাওনা না দিয়ে উল্টো বহিরাগত মাস্তান দিয়ে শ্রমিকদের উপর নির্যাতন চালায়। শ্রমিকদের উল্টো আইনের ভয় দেখানো হয়। দুই সেকশনের সব শ্রমিক ছাঁটাই করে দেয় গরীব অ্যান্ড গরীব গার্মেন্টস।
Advertisement
তারা বলেন, বেশিরভাগ গার্মেন্টস মালিক শ্রমিকদের নায্য পাওনা দিচ্ছে না। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি দেয়া হয় না। শ্রমিকরা ওই গার্মেন্টসে শ্রম আইন অনুযায়ী কোনো সুবিধা পাচ্ছে না।
গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে মানববন্ধনে উপাস্থিত ছিলেন একতা গামেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, ফেডারেশনের কেন্দ্রীয় নেতা সাফিয়া পারভীন, রফিকুল ইসলাম প্রমুখ।
এএস/এএইচ/এমকেএইচ
Advertisement