একুশে বইমেলা

শাকিল মাহমুদের ‘ভ্রম বিভ্রমের গল্প’

বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কথাসাহিত্যিক শাকিল মাহমুদের ‘ভ্রম বিভ্রমের গল্প’। বইটি ঢাকা, চট্টগ্রাম ও ফেনীর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে।

Advertisement

বইটি প্রকাশ করেছে নোলক প্রকাশন। প্রচ্ছদ করেছেন শান্ত আহমেদ। মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। ঢাকা বইমেলায় সাহিত্য দেশের ৫৩৪ নম্বর এবং লিটলম্যাগ চত্বরে ‘ভাটিয়াল’ স্টলে পাওয়া যাবে বইটি। এছাড়া চট্টগ্রামে সালফি পাবলিকেশন্স ও ফেনীতে নোলক স্টলে পাওয়া যাচ্ছে।

শাকিল মাহমুদ বলেন, ‘বইয়ের বেশ কয়েকটি গল্প বিভিন্ন সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে। পরে প্রকাশিত-অপ্রকাশিত ১০টি গল্প নিয়ে বইটি প্রকাশ করা হয়েছে। এটি আমার প্রথম গল্পগ্রন্থ।’

শাকিল মাহমুদ ফেনী জেলার সন্তান। বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে মানবসম্পদ ব্যবস্থাপক হিসেবে কর্মরত। পাশাপাশি সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Advertisement

রাশেদুল হাসান/এসইউ/পিআর