কাশ্মীর ইস্যু নিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তার প্রেক্ষিতে বাংলাদেশ সংলগ্ন সীমান্তে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা জোরদার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
Advertisement
ভারতীয় সংবাদমাধ্য ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে বিএসএসফ।
>>> পাক-ভারত উত্তেজনার লাইভ আপডেট
বুধবার বিএসএফ’র ঊধ্বর্তন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার সুযোগ নিয়ে যাতে কোনো দুর্বৃত্ত ও সন্ত্রাসী সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য প্রতিরোধমূলক নিয়েছে বিএসএফ।
Advertisement
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জ্যেষ্ঠ ওই কর্মকর্তাদের বরাত দিয়ে আরও বলা হয়, সীামেন্ত টহল বৃদ্ধি করেছে বিএসএফ। বিশেষ করে সুন্দরবনের নদী এলাকায় তাদের টহল জোরদার করা হয়েছে।
এসএ/জেআইএম