রাজধানীর ভাষানটেক বস্তিতে (জাহাঙ্গীর বস্তি নামেও পরিচিত) ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস।
Advertisement
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস সদর দফতরের ইন্সপেক্টর (ওসি, মিডিয়া) শাহজাহান শিকদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো- বস্তির বাসিন্দা নূরে আলমের তিন মাস বয়সী শিশুকন্যা ইয়াসমিন ও চুন্নু মিয়ার আড়াই বছরের ছেলে তন্ময়।
Advertisement
ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের কর্মকর্তা কুতুব উদ্দিন জানান, রাতেই আগুন নিয়ন্ত্রণে আসলেও উদ্ধার অভিযানে আজ দুপুরে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার রাত ১টা ৩৪ মিনিটের দিকে ভাসানটেক বস্তিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের প্রচেষ্টায় বুধবার দিবাগত রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জেইউ/এমবিআর/এমএস
Advertisement