একুশে বইমেলা

বইমেলার শেষদিনে শান্তা ও মেহেদীর ২ বই

অমর একুশে বইমেলার শেষদিনে শান্তা ফারজানার ‘চকবাজার ট্রাজেডি’ ও মোমিন মেহেদীর ‘ভেঙ্গে যাবে তাসঘর’ বই দুটি এসেছে। এছাড়াও তাদের ৪টি বই পাওয়া যাচ্ছে বইমেলায়।

Advertisement

‘চকবাজার ট্রাজেডি’ বইটি সম্পর্কে কথাশিল্পী শান্তা ফারজানা বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া চকবাজার ট্রাজেডি আমাকে খুবই ব্যথিত করেছে। যন্ত্রণাকাতর মানুষগুলোর মুখ বারবার ভেসে উঠেছে চোখের পাতায়। তাই তিন দিন-তিন রাত টানা পরিশ্রম করে লিখেছি এ বইয়ের প্রতিটি গল্প।’

‘ভেঙ্গে যাবে তাসঘর’ সম্পর্কে মোমিন মেহেদী বলেন, ‘বিশ্বে অনেক প্রতাপশালী রাষ্ট্রপ্রধানের পতন হয়েছে। ধ্বংস হয়ে গেছে বড় বড় সাম্রাজ্যও। তাসের ঘরের মত এ ক্ষমতা যখন-তখন ভেঙে যেতে পারে। সেসব বিষয় নিয়ে বইটি লেখা।

বই দুটি প্রকাশ করেছে সাউন্ডবাংলা। প্রচ্ছদ এঁকেছেন মম চৌধুরী। এছাড়াও নতুনধারা থেকে মোমিন মেহেদীর রাজনৈতিক কলাম ‘ষড়যন্ত্র ঝড়যন্ত্র’, নির্ভীক থেকে শান্তা ফারজানার ‘ওবামা এবং তিন তলার আঙ্কেল’ প্রকাশিত হয়েছে। বইগুলো ৫৩৪ নম্বর স্টল ছাড়াও রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে।

Advertisement

এসইউ/জেআইএম