বেনাপোল পোর্ট থানার সাদীপুর সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা চার লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বুধবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে এসব ওষুধ উদ্ধার করা হয়।
Advertisement
অভিযানের সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, গোপন সংবাদে জানা যায় চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমাণ ওষুধের চালান এনে যশোর নেয়ার জন্য সীমান্তের সাদিপুর পাকা রাস্তার উপর অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম ও ল্যান্স নায়েক নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালায়। পরে ভারত থেকে পাচার হয়ে আসা চার লাখ টাকার ওষুধ উদ্ধার করেন তারা।
তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ওষুধগুলো বেনাপোল কাস্টমসে জমা দেয়া হবে বলে জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা।
Advertisement
জামাল হোসেন/এফএ/জেআইএম