জাতীয়

ভাসানটেক বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

রাজধানীর ভাসানটেক বস্তিতে (জাহাঙ্গীর বস্তি নামেও পরিচিত) ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার রাত ১টা ৩৪ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে।

Advertisement

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান জানান, আগুনের কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি।

Advertisement

চকবাজারের অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও বড় ধরনের আগুন লাগল রাজধানীতে। গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ১৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলে ৬৭ জনের মরদেহ উদ্ধারের খবর জানায় কর্তৃপক্ষ।

জেইউ/এআর/বিএ

Advertisement