আন্তর্জাতিক

পাকিস্তানের হাইকমিশনারকে তলব করেছে ভারত

ভারতে নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে নয়া দিল্লি। ভারতে অযাচিতভাবে পাকিস্তানের হামলার প্রেক্ষিতে বুধবার বিকেলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পাক হাইকমিশনারকে তলব করে। আর এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।

Advertisement

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, পাকিস্তান বিমানবাহিনী বুধবার ভারতের আকাশসীমায় প্রবেশ করে সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাকিস্তানের এমন হামলার ঘটনা অনভিপ্রেত, তাই দেশটির হাইকমিশনারকে তলব করা হয়েছে।

পাকিস্তান ভারতের হামলার প্রেক্ষিতে হামলা চালালেও দুই অভিযানকে ভিন্ন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২৬ ফেব্রুয়ারি ভারত পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। কিন্তু পাকিস্তান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।’

ভারত তাদের গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে বিমান হামলাকে সামরিক অভিযান বলতে নারাজ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতিতেও বিষয়টি পুনরায় বিষয়টি উল্লেখ করা হয়েছে। ভারতের দাবি, ‘বিমানবাহিনীর সদস্যদের বিরুদ্ধে পাকিস্তানের হামলার ঘটনা তাদের নিকৃষ্ট মানসিকতার পরিচয়কেই প্রদর্শন করে।’

Advertisement

আরও পড়ুন : >> পাক-ভারত উত্তেজনার লাইভ আপডেট

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা এটা খুব স্পষ্ট করে তাকে (হাইকমিশনারকে) বলেছি, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষায় যেকোনো আক্রমণ ও সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে ভারত কঠোর পদক্ষেপ নেয়ার অধিকার রাখে। পাকিস্তানের এমন আক্রমণের প্রবল আপত্তি জানাচ্ছি আমরা।’

ভারত ওই বিবৃতির মাধ্যমে বলছে, ‘পাকিস্তানকে সশস্ত্র জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ শিবির ও তাদের নেতাদের দেশটিতে অবস্থান সংক্রান্ত বিস্তারিত তথ্য আমাদের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছি। তাছাড়া পাকিস্তান যেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয় সে বিষটিও তুলে ধরা হয়েছে।’

উল্লেখ্য, গত ২৬ তারিখ পাকিস্তানে ঢুকে হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী। ভারতের সেই অভিযানের ঘটনায় ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করছিল পাকিস্তান। এসএ/পিআর

Advertisement