পুঁজিবাজারে নেতিবাচক ধারা অব্যাহত রয়েছে। গত তিন সপ্তাহ ধরে ধারাবাহিক দরপতনে দেশের শেয়ারবাজার। গত সপ্তাহে দেশের উভয় বাজারে কমেছে সব ধরনের সূচক লেনদেন ও বাজার মূলধন। দরপতন হয়েছে লেনদেন হওয়া বেশিভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের।সপ্তাহ জুড়ে বেশিরভাগ সময় নেতিবাচক ধারা ছিল দেশের শেয়ারবাজারে। সপ্তাহ শেষে উভয় বাজারে কমেছে সব ধরনের সূচক লেনদেন ও বাজার মূলধন। দরপতন হয়েছে লেনদেন হওয়া বেশিভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। এ নিয়ে টানা তিন সপ্তাহ ধারাবাহিক দরপতনে পুঁজিবাজার।দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহ শেষে লেনদেন কমেছে ২২ দশমিক ৭৯ শতাংশ বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ১০ শতাংশ এবং প্রধান সূচক ডিএসইএক্স কমেছে শূন্য দশমিক ৫৬ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সিএসইএক্স কমেছে শূন্য দশমিক ৬২ শতাংশ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১৭৬ কোটি ৯৭ লাখ ৩১ হাজার ৩৫ টাকার। যা তার আগের সপ্তাহের চেয়ে ৬৪২ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ২৪১ টাকা বা ২২ দশমিক ৭৯ শতাংশ কম। আগের সপ্তাহের লেনদেন হয়েছিল ২ হাজার ৮১৯ কোটি ৬২ লাখ ৭৩ হাজার ২৭৬ টাকা।সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৬ শতাংশ। ডিএস৩০ সূচক কমেছে ১০ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৪ শতাংশ। আর শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৬ শতাংশ।গেল সপ্তাহে কমেছে লেনদেন হওয়া বেশিভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ১০ শতাংশ। আর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দশমিক ১০ শতাংশ কমে ১৬ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করছে।অন্যদিকে গত সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)সিএএসপিআই সূচক কমেছে শূন্য দশমিক ৬১ শতাংশ। সিএসই৩০ সূচক কমেছে দশমিক শূন্য ৯ শতাংশ। আর সিএসইএক্স সূচক কমেছে শূন্য দশমিক ৬২ শতাংশ।সপ্তাহে সিএসইতে গড়ে মোট লেনদেন হয়েছে ২৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। টাকার অংকে লেনদেন হয়েছে ১৫০ কোটি ৩ লাখ ৫৪ হাজার ৫৯৭ টাকা।এসআই/এসকেডি/এমএস
Advertisement