ভারতের বিমানবাহিনীর দুটি জেট বিমান ভূপাতিত ও দু’জন পাইলটকে আটক করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তান বিমানবাহিনীর দাবি অনুযায়ী, পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মির এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে দু’টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে তারা। তাছাড়া পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এমন তথ্যের কথা নিশ্চিত করেন।
Advertisement
ভারত বলছে পাইলটের ভুলের কারণে একটি বিমান ধ্বংস হয়েছে। তবে ভারত একজন পাইলট নিখোঁজ হওয়ার কথা জানিয়েছে। রেডিও পাকিস্তানের টুইটার পেজে আটক এক পাইলটের ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। আহত অপর পাইলটকে হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানিয়েছে তারা।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করে ঘটনার প্রমাণ হিসেবে বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে।
এসএ/এমএস
Advertisement