গাজীপুরে মুক্তিপণের দাবিতে অপহরণের তিনদিন পর বৃহস্পতিবার এক শিশুকে ঢাকার সদর ঘাটের এক লঞ্চ থেকে উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ। এছাড়াও মুক্তিপণের পৃথক অপর ঘটনায় ১৭ মাসের অপহৃত এক শিশুকে একই থানা পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় দুই দু্ই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাদেকুজ্জামান ভুইয়া জাগো নিউজকে জানান, গাজীপুর মহানগরীর জরুন নীলনগর এলাকার কবির শেখের বাড়িতে স্ত্রী মুক্তা বেগম ও পাঁচ বছরের ছেলে ইয়াসিন মোল্লাকে নিয়ে ভাড়া থাকেন রুবেল মোল্লা। ইয়াসিনের বাবা-মা দু’জনই গার্মেন্টস কর্মী। সোমবার সকালে রুবেল ও তার স্ত্রীর অনুপস্থিতিতে চকলেট কিনে দেওয়ার কথা বলে ইয়াসিনকে অপহরণ করে একই বাড়ির অপর ভাড়াটিয়া রুহুল আমিন। পরে অপহরণকারীরা ইয়াসিনের বাবা-মার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় জয়দেবপুর থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে টানা তিনদিন বিভিন্ন এলাকায় অভিযান চালানোর পর বৃহস্পতিবার ঢাকার সদরঘাট এলাকায় অপেক্ষমাণ এমভি মানিক-১ লঞ্চ থেকে অপহৃত ইয়াসিনকে উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।অপরদিকে গাজীপুর মহানগরের বোর্ডবাজার বটতলা এলাকার ভাড়া বাড়ির সামনে খেলা করার সময় বুধবার সকালে নিলয় নামের ১৭ মাসের এক শিশুকে অপহরণ করে অপহরণকারীরা। পরে তারা শিশুটির বাবা-মার কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। অপহৃতের বাবা মাজহারুল ইসলাম ও মা নাসিমা আক্তার স্থানীয় এক গার্মেন্টসের কর্মী। ঘটনার দিন সকালে সন্তানকে তার নানির কাছে রেখে তারা দু’জনই কর্মস্থলে গিয়েছিলেন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনার দিনই একই এলাকার আনোয়ার হোসেনকে (৩২) আটক কর জিজ্ঞাসাবাদ করে। এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে শাহাদত হোসেনকে আটক করে এবং ওই এলাকার একটি মাঠ থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করেন ওই পুলিশ কর্মকর্তা। উভয় ঘটনায় জয়দেবপুর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস
Advertisement