হজযাত্রীদের স্থায়ী ক্যাম্প হিসেবে পরিচিত আশকনা হজ ক্যাম্পের পরিচ্ছন্নতায় আধুনিক কোনো ব্যবস্থা রাখা হয়নি। বিশালাকার আয়তনের এই হজ ক্যাম্পটিতে সনাতন পদ্ধতিতেই পরিচ্ছন্ন করার ব্যবস্থা করা হয়েছে।সরেজমিন ঘুরে দেখা গেছে, হাতে বালতি আর নেকড়া দিয়ে আস্তে আস্তে হজ ক্যাম্পের নিচতলা পরিস্কার করছেন তিনজন পরিচ্ছন্ন কর্মী। এতে শুধুমাত্র নিচতলা পরিস্কার করতেই লেগে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।কয়েকজন মহিলা পরিচ্ছন্ন কর্মী একসঙ্গে এ কাজটি করলেও পরিস্কার হতে অনেক সময় লেগে যাচ্ছে। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী প্রতিদিন দুপুরে নিচতলা পরিস্কার করতে হয় ।হজ ক্যাম্পে আগত একজন হজ প্রত্যাশী যাত্রী জানান, আল্লাহর সান্নিধ্য হাসিল করার উদ্দেশ্য হজ করতে যাবে। তাই অস্থায়ী ভাবে এই ক্যাম্পে অবস্থান করেছি। তবে মহিলাদেরকে দিয়ে যেভাবে পরিচ্ছন্নাতার কাজ করানো হয় তা কিছুটা দৃষ্টিকটুর বলেও তিনি জানান।হজ ক্যাম্পটিতে দেখা গেছে, ময়লা রাখার জন্য যেসব ঝুড়ি রাখা হয়েছে সেবক ঝুড়িগুলোও অপরিচ্ছন্ন। তাই অনেকে সেখানে ময়লা আবর্জনা না রেখে যত্রতত্র ময়লা অাবর্জনা ফেলছেন। হজ ক্যাম্পের এমন অপরিচন্নতা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন হাজীরা।এমএম/এসকেডি/এমএস
Advertisement