সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক স্তরে ১৭ জেলায় ডিজিটাল পদ্ধতিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার বিকেল ৩টায় শুরু হবে। শেষ হবে বিকেল ৪টা ২০ মিনিটে। ডিজিটাল পদ্ধতিতে প্রণীত প্রশ্নপত্রে নেয়া হবে এ পরীক্ষা।এর আগে বৃহস্পতিবার মধ্যরাতের পর প্রশ্নপত্র প্রণয়ন শুরু হয়ে শেষ হয় শনিবার সকাল ৮টায়। সকালে এনক্রিপ্টেড ডকুমেন্টে বিভিন্ন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। ঢাকা থেকে নিয়ন্ত্রিত বিশেষ কক্ষে দুপুর ১২টায় এ প্রশ্ন ছাপা হবে। এরপর গরম প্রশ্নপত্রে নেয়া হবে পরীক্ষা।জেলাগুলো হচ্ছে জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা, বাগেরহাট, শেরপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, ভোলা ও পঞ্চগড়।শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ পরীক্ষায় পাস করিয়ে চাকরি দেয়ার নামে একটি প্রতারক চক্র সক্রিয় রয়েছে। সম্পূর্ণ মেধারভিত্তিতে নিজস্ব যোগ্যতায় প্রাথমিকে চাকরি হয়। তাই এ নিয়ে কোনো লেনদেন না করতে মন্ত্রণালয় বিশেষভাবে অনুরোধ করেছে।মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ সব প্রার্থীকে পরীক্ষা সংক্রান্ত তথ্য মোবাইলের মাধ্যমে পাঠানো হয়েছে। এছাড়া অনলাইনের মাধ্যমে (http://dpe.teletalk.com.bd) প্রবেশপত্র ডাউনলোডের ব্যবস্থা করা হয়েছে। ওএমআর শিট পূরণের নির্দেশনাবলি এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।এসকেডি/এমএস
Advertisement