বিনোদন

৪০ বছর পর মঞ্চে সেলিম আল দীনের কমেডি নাটক

দীর্ঘ ৪০ বছর পর ঢাকা থিয়েটার মঞ্চায়ন করতে যাচ্ছে সেলিম আল দীনের কমেডি নাটক। ১৯৭৫ সালে সেলিম আল দীনের মিউজিক্যাল কমেডি মুনতাসীর ফ্যান্টাসির পর এবার দলটি মঞ্চে উপস্থাপন করবে দ্য নিউ কমেডি অব এররস ‘ইতি পত্রমিতা’। এটি মূলত সেলিম আল দীনের একটি টেলিভিশন নাটক।নাটকটির মঞ্চরূপ ও নির্দেশনা দিচ্ছেন রুবাইয়াৎ আহমেদ। সহযোগী নির্দেশক হিসেবে রয়েছেন অনিক ইসলাম। বর্তমানে নাটকটির মহড়া চলছে। চলতি মাসেই নাটকটির কারিগরি মঞ্চায়নের কথা রয়েছে বলে জানান ঢাকা থিয়েটারের নাট্যকর্মী ওয়াসিম আহমেদ।নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, রফিকুল ইসলাম, সুমন ইব্রাহিম, হাসনাত মিথুন, জয়শ্রী মজুমদার লতা, ফাহমিদা কামাল রিপা, সালাউদ্দীন আধার, রজব আলী ও প্রশান্ত মোদক।

Advertisement