রাজনীতি

অগ্নিকাণ্ড ও বিমান ছিনতাই চেষ্টা নিয়ে জাফরুল্লাহর কিছু প্রশ্ন

রাজধানীর চকবাজারের অগ্নিকাণ্ড এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনা নিয়ে কিছু প্রশ্ন রেখেছেন গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

Advertisement

তিনি বলেছেন, ‘চকবাজারের আগুন আমাদের অগ্রগতি রোধ করার কোনো ষড়যন্ত্র নয়তো? আমাদের অথর্নীতিকে রোধ করার কোনো বিষয় এতে আছে কি না? বিষয়টি নিয়ে আমাদের ভাবতে হবে।’

গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি বলেন, ‘চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার কোনো কারণ আছে, নাকি এর পেছনে কোনো কথা আছে? এটা কি সিলিন্ডার বিস্ফোরণ থেকে? নাকি সিগারেটের আগুনে ধরেছে? নাকি কোনো বিদেশি চক্রান্ত আছে?’

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে এক শোকসভায় তিনি এসব কথা বলেন। গণফোরাম এ সভার আয়োজন করে।

Advertisement

চট্টগ্রামে বিমান ছিতাইয়ের চেষ্টা প্রসঙ্গে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘২১ বছরের যুবক নাকি বিমান ছিনতাই করতে গিয়েছিল। তার কাছে খেলনা পিস্তল ছিল। সেজন্য কমান্ডো নামানো হয়েছে। আজকের পত্রিকায় দেখলে দেখতে পাবেন তার কাছে নাকি কোনো কিছুই ছিল না। সবচেয়ে বড় বাহাদুরি হলো কি জানেন? একজন যুবক তার কাছে পিস্তল নাই তাকে জীবিত ধরতে পারলেন না। অদ্ভুত আমাদের কার্যক্রম। এখন সেই যুবক কি ভারসাম্যহীন ছিল? নাকি অন্য কিছু? তার প্রমাণ নেই। আসলে আমাদের সরকারও তো ভারসাম্য হারিয়েছে।’

বর্তমান প্রধানমন্ত্রী অতি শিগগিরই বিশ্বের সর্বশ্রেষ্ঠ ম্যাজিশিয়ান হতে যাচ্ছেন মন্তব্য করে ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, ‘২৯ ডিসেম্বর রাতে আমরা যখন সবাই আল্লাহ-বিল্লাহ করছি তখন তিনি তার আমলাদের দিয়ে যে ম্যাজিক দেখালেন পরের দিন আমরা দেখতে পেলাম। ওনার ম্যাজিক দেখে অনেকগুলো রাষ্ট্রের প্রধান বাহাবা জানিয়েছেন।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘দেশে প্রবৃদ্ধি বেড়েছে, কিন্তু প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, এগুলো দেখার সময় নেই সরকারের।’

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোমারমের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু প্রমুখ বক্তৃতা করেন।

Advertisement

কেএইচ/জেডএ/এমএস