পুরান ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় (কেরানীগঞ্জ সংলগ্ন) হেলে পড়া পাঁচতলা ভবনটি ভেঙে ফেলবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার রাতে মেয়র সাঈদ খোকনের উপস্থিতিতে ভবনটি ভাঙার কাজ শুরু করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
Advertisement
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাত ১০টার সময় ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের উপস্থিতিতে কেরানীগঞ্জে হেলে পড়া ভবনটি ভেঙে ফেলার কাজ শুরু করা হবে।’
এর আগে সোমবার দুপুর ১২টার দিকে ঝাঁকুনি দিয়ে কামরাঙ্গীরচরের কাজী বাড়ি মোড়ের ভবনটি ৩ থেকে ৪ ফিটের মতো ডান দিকে হেলে পড়েছে। হেলে পড়ার পর জরুরি সেবা ‘৯৯৯’ এ ফোন দেয় এলাকাবাসী। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও কামরাঙ্গীরচর থানা পুলিশ সবাইকে নিরাপদে নামিয়ে নেয়। বাড়িটির গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।
Advertisement
এএস/এআর/এমবিআর/এমএস