অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে মুহাম্মদ জাভেদ হাকিমের প্রথম ভ্রমণ গল্পের বই ‘ছুটে যাই প্রকৃতির রাজ্যে’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা বাংলাপ্রকাশ। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
Advertisement
বইটিতে ৫১টি ভ্রমণ গল্প রয়েছে। ১৭৫ পৃষ্ঠার বইটি সাজানো হয়েছে ভ্রমণপিপাসু, অভিভাবক, নবদম্পতি, পারিবারিক ও শিশুদের ভ্রমণ উপযোগী গল্প নিয়ে।
৩৫০ টাকা মূল্যের বইটি পাওয়া যাচ্ছে বাংলাপ্রকাশের ৪ নম্বর প্যাভিলিয়নসহ রকমারি ডটকম ও বইবাজার ডটকমে।
লেখক মুহাম্মদ জাভেদ হাকিম জানান, ভ্রমণ এমন একটি নেশা, যে নেশা একবার যাকে পেয়েছে; একমাত্র সে-ই বোঝে এর মাঝে কতটা অপার্থিব সুখ রয়েছে। এ নেশা অন্য সব মরণ নেশা থেকে সম্পূর্ণই আলাদা।
Advertisement
এসইউ/এমকেএইচ