একুশে বইমেলা

বইমেলায় জাহিদ কাজীর ‘পচা গোলাপ’

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ও শিশুসাহিত্যিক জাহিদ কাজীর ছোটগল্পের বই ‘পচা গোলাপ’। এতে প্রেম-বিরহ, আবেগ-দহন ও সমাজের চলমান নানা অসঙ্গতির পাশাপাশি উঠে এসেছে সমসাময়িক নানা বিষয়-বৈচিত্র্যের রসায়ন।

Advertisement

বইটির প্রচ্ছদ করেছেন আলমগীর জুয়েল। ৯টি ছোটগল্প নিয়ে রচিত বইটি প্রকাশ করেছে প্রিয়মুখ। ৪৮ পৃষ্ঠার বইটির মূল্য একশ’ টাকা। পাওয়া যাবে প্রিয়মুখের ১৭৬-১৭৭ নম্বর স্টলে।

কবি বলেন, ‘পাঠকরা বইটি পড়ে একদিকে যেমন দহনের আঁচ পাবেন, অন্যদিকে পাবেন আনন্দ। কল্পনা এবং বাস্তবতার মিশেল বইটি পাঠককে বেশ ভাবিয়ে তুলবে বলে আমার বিশ্বাস।’

তার বইয়ের সংখ্যা ৮টি। তিনি সম্পাদনা করছেন লিটলম্যাগ ‘বাক্য’, অনলাইন পোর্টাল ‘বাক্য টোয়েন্টি ফোর ডটকম’ এবং ‘নাম সমাচার ডটকম’।

Advertisement

জাহিদ কাজী ছোটগল্পে ‘সাহিত্য পদক-২০১৩’, ‘রঙধনু ছড়াকার সম্মাননা-২০১৬’, কাব্যকথার ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতিপদক-২০১৭’ এবং কাব্যচন্দ্রিকা স্বর্ণপদক-২০১৭ লাভ করেন।

এসইউ/এমকেএইচ