রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ৪ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশের ভেতরেই। মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
Advertisement
আবহাওয়াবিদ মমিনুল হক জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকার আগারগাঁও আবহাওয়া অধিদফতর থেকে ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে গাজীপুর-নরসিংদী এলাকায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১।’
এদিকে রাজধানীর উঁচু ভবনগুলোতে অবস্থানকারীদের কাছে ভূমিকম্প বেশি অনুভূত হয়েছে। যারা নিচে ছিলেন তাদের অনেকেই কম্পন টের পাননি।
আরএমএম/এমএমজেড/এমকেএইচ
Advertisement